সবচেয়ে বেশি হত্যাকারী পশ্চিমবঙ্গেই, বললেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাস সম্পর্কে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
cvv anandaa.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সন্ত্রাস সম্পর্কে, রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, "আমি এখানে শুধু একজন রাজ্যপাল হিসেবেই নয়, বন্ধুহীন দরিদ্রদের বন্ধু হিসেবে এসেছি। সহিংসতা একটি ব্যতিক্রমের পরিবর্তে একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছে।

cv anand boseq1.jpg

এর দায়ভার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তায়। রাজ্যপাল হিসেবে এটা আমার সাংবিধানিক দায়িত্ব যাতে কারোর জীবনের অধিকার খর্ব না হয়।

cv anand bosee.jpg

রাজ্যপাল হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে, সংবিধান ও জনগণের অধিকার রক্ষা করতে হবে। সবচেয়ে বেশি হত্যাকারীর খোঁজ পশ্চিমবঙ্গেই মেলে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

Adddd