নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
/anm-bengali/media/media_files/gcVWlgEbOT6jNVDVa82H.jpg)
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ।
/anm-bengali/media/media_files/UarceCmZazLGEPEH9iW2.jpg)
এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/post_attachments/59989fea33159b166390965e97bc725fd1ca6fbbfc934da45477220fbd150462.webp)