নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজই বৃষ্টি থেমে যাবে।

আর বৃষ্টি থামার পর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে কমপক্ষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।

তবে শুক্রবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)