জেলায় চলছে আবহাওয়ার খামখেয়ালি, এই রোদ তো এই বৃষ্টি

হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। তাতে বাড়বে অস্বস্তিকর গরম। তবে বেলার দিকে বদলাবে আবহাওয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
howrah

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আকাশে মেঘের আনাগোনা রয়েছে। কিন্তু বৃষ্টির দেখা কখন মিলবে তা বলতে পারছে না হাওয়া অফিস। আসলে আবহাওয়ার খামখেয়ালিপনায় আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝা খুবই দুষ্কর। ফলে ফের গরমের সাক্ষী থাকছে জেলাবাসী।

আজও হাওয়া অফিস যা বলছে, তা হল হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। তাতে বাড়বে অস্বস্তিকর গরম। তবে বেলার দিকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ, ঘন্টায় ১৮ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ শতাংশ।