হঠাৎ পরিবর্তনে তিলোত্তমায় আজ ঠান্ডার ছোঁয়া

শুধু বৃষ্টিই হল না, একধাক্কায় তাপমাত্রাও নামল অনেকটা।

New Update
rainight

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবহাওয়ার গতিতে হঠাৎ বদল। একধাক্কায় তাপমাত্রাও নামল অনেকটা। তিলোত্তমা সকাল সকাল স্নাত হল।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই রেকর্ড গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী আর মার্চ পড়তে ছবিটা যেন আরও জোরালো হয়। এরই মধ্যে মাঝেমাঝেই রাজ্যের একাধিক জেলায় দেখা গেছে কালবৈশাখী। আর এবার দেখা গেল ঘূর্ণাবর্তের প্রভাব। তাই ভোররাত থেকে মুখ ভার করে রেখে সকাল সকাল নামল বৃষ্টি। সুখকর বৃষ্টিতে ভিজে গেল কলকাতা।

শখ

শুধু বৃষ্টিই হল না, একধাক্কায় তাপমাত্রাও নামল অনেকটা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ৬ কিলোমিটার। আগামী কয়েকদিন তাপমাত্রা খানিকটা কম থাকবে বলেই জানা যাচ্ছে।

weather cloud.jpg

Add 1

cityaddnew

স