গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল, যাচ্ছেন সিকিমে

সিকিম দুর্ঘটনার খবর পেতেই দিল্লি থেকে সোজা উড়ে গেলেন বাগডোগরায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cv .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফিরছিলেন দিল্লি থেকে। হঠাৎ সিকিম দুর্ঘটনার খবর পেতেই দিল্লি থেকে সোজা উড়ে গেলেন বাগডোগরায়। আজ ফের গ্রাউন্ড জিরোতে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এর আকস্মিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে ইতিমধ্যেই পৌঁছেছেন বাগডোগরায়। সেখান থেকে তিনি সোজা চলে যাচ্ছেন সিকিমের দুর্ঘটনাস্থলে। সমগ্র এলাকা ঘুরে দেখবেন তিনি বলেই জানা যাচ্ছে। কেননা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ইতিমধ্যেই শিলিগুড়ি, কালিম্পং-এর মধ্যে যোগাযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়েছে। ফলে পরিস্থিতি ভীষণ জটিল বলেই জানা যাচ্ছে। আর সেই সমগ্র এলাকা পরিদর্শন করতেই আজ গ্রাউন্ড জিরোতে থাকবেন রাজ্যপাল।