এ যেন ‘জলজীবন’! বুক অবধি জল পেড়িয়েই চলছে কাজ

ভারী বৃষ্টিপাত এবং হথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে যমুনা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর তার জেরে রাজধানী বিধ্বস্ত। একাধিক এলাকাই এখন জলমগ্ন।

New Update
Water-Logging-784x436.

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির সিভিল লাইন এলাকা এখন প্লাবিত। জলের পরিমাণ প্রায় বুক অবধি।

ভারী বৃষ্টিপাত এবং হথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে যমুনা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর তার জেরে রাজধানী বিধ্বস্ত। দিল্লির একাধিক এলাকাই এখন জলমগ্ন। শহরের বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই বন্যা দেখা গিয়েছে। তাদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ-এর টিম। বহু মানুষ বাড়ির দোতলায় আশ্রয় নিয়েছে। কেননা একতলা পুরো জলমগ্ন। এমনই ভয়ঙ্কর কিছু দৃশ্য ধরা পড়ল এই ভিডিওয়। দেখুন সেই ভিডিও –