/anm-bengali/media/media_files/2024/10/17/0cuAs8oIFnWGtP1fTLW9.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের মালিগাঁওয়ের লামডিং-বদরপুর পার্বত্য শাখায় মুপার কাছে খাদ্যশস্যবাহী পণ্যবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার জেরে প্রভাব পড়েছে ট্রেন পরিষেবায়। ঘটনাটি ঘটেছে বিকেল ৪টে নাগাদ কেএম/৫২/৫ নম্বর টানেলের ভিতরে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, "লামডিং-বদরপুর পার্বত্য শাখায় এমইউপিএর কাছে খাদ্যশস্যবাহী মালবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। মেরামতির কাজ চলছে।"
শিগগিরই স্বাভাবিক চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। লামডিং ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন।
A wagon of goods train carrying food grains derailed near MUPA in the Lumding-Badarpur Hill Section. Repair and restoration work is underway: CPRO of Northeast Frontier Railway pic.twitter.com/BkbRmaHlBJ
— ANI (@ANI) October 31, 2024
লাইনচ্যুত হওয়ার কারণে নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল করা হচ্ছে:
ট্রেন নম্বর 05628 (আগরতলা - গুয়াহাটি) 31 অক্টোবর যাত্রা শুরু হচ্ছে, ট্রেন নং 05627 (গুয়াহাটি-আগরতলা) 1 নভেম্বর যাত্রা শুরু হচ্ছে, ট্রেন নং 05698 (গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) 31 অক্টোবর যাত্রা শুরু হচ্ছে, ট্রেন নং 05697 (নিউ জলপাইগুড়ি - গুয়াহাটি) যাত্রা শুরু হচ্ছে 1 নভেম্বর, ট্রেন নং 15611 (রঙ্গিয়া-শিলচর) 31 অক্টোবর যাত্রা শুরু হচ্ছে, ট্রেন নং 15612 (শিলচর - রঙ্গিয়া) 31 অক্টোবর যাত্রা শুরু করছে, সিআরপিও জানিয়েছেন, ট্রেন নম্বর ১৫৬১৭ (গুয়াহাটি-দুলবচেড়া) ১ নভেম্বর থেকে যাত্রা শুরু করছে।
আধিকারিক জানিয়েছেন, ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া ট্রেন নম্বর ১৫৬১৮ (দুলভচেরা-গুয়াহাটি) নিউ হাফলং ও গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে।