নিউটাউনে এবার ভোট বয়কট?

নিউটাউন পঞ্চায়েত এলাকায় আনুমানিক ১৪ হাজার ভোটার থাকেন। পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩৬। এর মধ্যে ৮টি আসন এনকেডিএ-র অন্তর্ভুক্ত এলাকার মধ্যেই পড়ছে।

New Update
ezgif.com-webp-to-jpg (47) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আর তার মধ্যেই ভোট বয়কটের ডাক। ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে ছয়লাপ দেখা গেল নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এলাকায়। এই নিয়ে সরগরম এলাকা। জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

ওই পঞ্চায়েত এলাকায় আনুমানিক ১৪ হাজার ভোটার থাকেন। পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩৬। এর মধ্যে ৮টি আসন এনকেডিএ-র অন্তর্ভুক্ত এলাকার মধ্যেই পড়ছে। তাই নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এলাকাটি যে কোনও রাজনৈতিক দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের ভোট বয়কটের ডাক কে বা কারা দিল, তা এখনও জানা যায়নি।