Breaking : সকাল সকাল বেরিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়— কেনো?

ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় আগামী একদিনের সফরে জয়পুরে ভৈরব সিং শেঠাওয়াল স্মৃতি গ্রন্থাগার উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন স্ত্রী সুধেশ ধনখড়।

author-image
Debapriya Sarkar
New Update
x

নিজস্ব সংবাদদাতা : ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় আগামী একদিনের জন্য জয়পুরে থাকবেন। জয়পুরে তাঁর প্রধান কর্মসূচি হবে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভৈরব সিং শেঠাওয়ালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভৈরব সিং শেঠাওয়াল স্মৃতি গ্রন্থাগার’ উদ্বোধন করা।

jagdeep

ধনখড়ের সঙ্গে সফরে থাকবেন তাঁর স্ত্রী সুধেশ ধনখড়ও। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ধনখড় দিল্লি থেকে বিশেষ বিমানে করে জয়পুরে পৌঁছাবেন। এরপর হেলিকপ্টারে চড়ে তিনি বিদ্যাধর নগর স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেবেন, যা ভৈরব সিং শেঠাওয়ালের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে।

ভাইস প্রেসিডেন্টের এই সফর নিয়ে বিস্তারিত তথ্য তাদের সচিবালয় থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।