/anm-bengali/media/media_files/OdeA7xtNNMFOskSGeaq3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আবহাওয়াতে গরম তো আছেই, কিন্তু বাজারেও রয়েছে তার ছোঁয়া। বাজারে এখন হাত দিতে গেলে মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা লাগছে। সাধারণ সবজি থেকে শুরু করে আলু, পেঁয়াজ কি নেই সেই তালিকায়। হাতে ব্যাগ দুলিয়ে বাজারে গেলেও মুখভার হয়েই থাকছে মধ্যবিত্তের। সকলের মুখে মুখে একটাই প্রশ্ন, ‘খাব কি?’
যদিও বা আলুর দাম, পেঁয়াজের দাম খানিকটা সাধ্যের মধ্যে রয়েছে। সেখানে দাঁড়িয়েই আদার দামে লেগেছে আগুন। বর্তমানে আদার দাম ৩০০ – ৩৫০ টাকা কেজি। ১০০ গ্রাম আদা কিনতে খরচ করতে হচ্ছে ৩০-৩৫ টাকা।
এবার আসি, অন্যান্য সবজির দামে। একনজরে দেখে নিন মূল্যবৃদ্ধির এই চড়া বাজারের দাম–
ঝিঙে – ৮০ টাকা কেজি
বেগুন – ৮০ – ১০০ টাকা বেজি
দেশী পটল – ৫০ টাকা কেজি
পেঁপে – ৩০ - ৪০ টাকা কেজি
কুমড়ো - ৩০ - ৪০ টাকা কেজি
এরকমই সবজির দাম এখন আকাশ ছোঁয়া। এমনকি যেকোনও শাকের আঁটিও ১০ টাকার নীচে নেই। ফলে কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে মধ্যবিত্তের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us