/anm-bengali/media/media_files/Qiw6mZUBsgw4ohfSz6rx.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার গাজার একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই ঘটনায় তিনি 'ক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত'।
জো বাইডেনের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউজ বলেছে, 'গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণ এবং এর ফলে ভয়াবহ প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট বাইডেন ক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খবরটি শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে ফোন করে এই বিষয়ে আলোচনা করেন।'
On the hospital explosion in Gaza, US President Joe Biden, says "I am outraged and deeply saddened by the explosion at the Al Ahli Arab hospital in Gaza, and the terrible loss of life that resulted. Immediately upon hearing this news, I spoke with King Abdullah II of Jordan, and… pic.twitter.com/Ukq0noMksX
— ANI (@ANI) October 17, 2023
বাইডেন বলেন, "এই খবর শোনার পরপরই আমি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং আমার জাতীয় নিরাপত্তা দলকে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি।"
বাইডেন আরও বলেন, "যুক্তরাষ্ট্র সংঘাতের সময় বেসামরিক জীবনের সুরক্ষার পক্ষে দ্ব্যর্থহীনভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা এই ট্র্যাজেডিতে নিহত বা আহত রোগী, চিকিৎসা কর্মী এবং অন্যান্য নিরপরাধদের প্রতি শোক প্রকাশ করছি।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানির পর তার জর্ডান সফর স্থগিত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us