New Update
/anm-bengali/media/media_files/xvcXM2NT4asyEf67EV8m.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কয়েক মাস ধরে ইসরায়েলি সামরিক অভিযানের পর জনাকীর্ণ উপকূলীয় ছিটমহলে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের বিষয়টি তুলে ধরার পর খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের মৃত্যুর পর শনিবার গাজায় প্রথমবারের মতো ত্রাণ সহায়তা পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
জর্ডান ও ফ্রান্সসহ অন্যান্য দেশ এরই মধ্যে গাজায় বিমান থেকে ত্রাণ পাঠিয়েছে, যেখানে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলছে, জনসংখ্যার এক চতুর্থাংশ (৫ লাখ ৭৬ হাজার মানুষ) দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছে।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন বিমান সি-১৩০ পরিবহন বিমান ব্যবহার করে গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে ৩৮ হাজারেরও বেশি খাবার ফেলেছিল। অভিযানে জর্ডানের সেনাবাহিনীও অংশ নেয়।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us