ফের বিক্ষোভের সকাল, এবার আপার প্রাইমারি

দ্রুত নিয়োগের দাবিতে এদিন সকাল থেকেই আচার্য সদনের গেটের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। আজই প্যানেল প্রকাশ করতে হবে, এমনই দাবি তুলেছেন তারা।

New Update
ezgif.com-webp-to-jpg (89) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সাতসকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে গর্জে উঠল সল্টলেকের বাতাস। আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধল সল্টলেকের আচার্য সদনে। গতকাল এসএলএসটি চাকরিপ্রার্থীদের পর আজ পথে নামলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

দ্রুত নিয়োগের দাবিতে এদিন সকাল থেকেই আচার্য সদনের গেটের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। আজই প্যানেল প্রকাশ করতে হবে, এমনই দাবি তোলেন তারা। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা তাদের আটকে দেওয়ায় গেটের বাইরে বসেই বিক্ষোভ দেখান তারা। জামা খুলে গেঞ্জি পরে খালি থালা হাতে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যায়।