New Update
/anm-bengali/media/media_files/pPuD2e2PTfZfpSMDWCKE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ ঈদুল আযহা। যা ঈদুজ্জোহা নামেও পরিচিত। যদিও এই শব্দের অর্থ ‘ত্যাগের উৎসব’, তারপরও এই অনুষ্ঠানে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ফলে এদিন সকাল থেকেই দেশের পাশাপাশি বিদেশেও দেখা যাচ্ছে এই চিত্র। বিভিন্ন প্রান্তে নামাজ পাঠে ব্যস্ত মুসুল্লীরা।
সেরকমই নামাজ পাঠ করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে। দিল্লিতে পাঞ্জা শরিফ দরগায় নামাজ পাঠ করেন তিনি। সকলের সাথে বসেই করেন প্রার্থনা। তারপর সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
#WATCH | Delhi: BJP leader and former Union Minister Mukhtar Abbas Naqvi extends greetings on the occasion of #EidAlAdhapic.twitter.com/SU7yqbLreC
— ANI (@ANI) June 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us