একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি

"দক্ষিণে বিজেপি সাফ আর উত্তরে হাফ" বিরোধীদের এই স্লোগান সম্পর্কে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা: "দক্ষিণে বিজেপি সাফ আর উত্তরে হাফ" বিরোধীদের এই স্লোগান সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, "৪ জুন, বিজেপি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হবে।"

amit sshah.jpg

বর্তমানে এই সম্পর্কে তিনি বলেছেন, "আমি আমার বক্তব্যে অটল।

amit shahhs.jpg

কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কেরালা ও তামিলনাড়ু- এই ৫টি রাজ্যের আসন মিলিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি।

Add 1