মোদীর চাইনিজ গ্যারান্টি, এক ইঞ্চি জমিও ছাড়েননি

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের 'মোদীকি চাইনিজ গ্যারান্টি' মন্তব্যের বিষয় সম্পর্কে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
giriraj singh .jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের 'মোদীকি চাইনিজ গ্যারান্টি' মন্তব্যের বিষয় সম্পর্কে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী এক ইঞ্চি জমিও ছাড়েননি।

giriraj.jpg

মল্লিকার্জুন খাড়গে, মানুষকে বিভ্রান্ত করবেন না।

giriraj.jpg

জওহরলাল নেহরু যেভাবে ভারতের জনগণকে ঠকিয়েছেন এবং চীনকে ৩৪,০০০ বর্গ কিলোমিটার জমি দিয়েছেন তার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।"

Adddd