শত্রু দেশের ১৪ টি ড্রোন আক্রমণ! ১১ টি ড্রোন ধ্বংস করল সেনা

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া রাতভর ইউক্রেনে ১৪টি অ্যাটাক ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সূত্রে খবর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ধ্বংস করেছে।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মূলত দক্ষিণ ইউক্রেনকে টার্গেট করেছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, 'কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে হামলার সময় দুজন আহত হয়েছেন। শত্রুর হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষার কার্যকর ও ফলপ্রসূ কাজ সত্ত্বেও, দুর্ভাগ্যক্রমে, ওডেসায় একটি শিল্প সুবিধা আঘাত হেনেছে এবং আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।'

প্রসঙ্গত, তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

hire