দেশের সম্প্রদায়ের উপর সন্ত্রাসীদের হামলা! আহত ২

লেবাননে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ লেবাননের উত্তরাঞ্চলীয় ইউভাল সম্প্রদায়ের ওপর হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে হিজবুল্লাহ উত্তরাঞ্চলীয় শোমেরা ও মার্গালিয়ট সম্প্রদায়ের কাছে পৃথক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি মেটুলায় 'গুপ্তচর সরঞ্জামে' স্নাইপার হামলার দায় স্বীকার করে।

hire