/anm-bengali/media/media_files/NYQHUNJVEvZb48hgnP2f.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। অপরদিকে শাসকদলের প্রার্থী তালিকা প্রকাশ না হলেও ঘাটাল থেকে দীপক অধিকারী ওরফে দেব এর দাঁড়ানো প্রায় এক প্রকার নিশ্চিত। তাই এবারই পশ্চিম মেদিনীপুর জেলার লোকসভা কেন্দ্রটি তারকা বনাম তারকা প্রার্থীর রাজনৈতিক লড়াই।
/anm-bengali/media/media_files/7BmRdLSAxtv0VqsLz5jq.jpeg)
দীপক অধিকারী তথা দেব, ঘাটাল লোকসভা থেকে বিগত দুইবারের সংসদ। অন্যদিকে হিরন্ময়ী চট্টোপাধ্যায় ওরফে হিরণ, খড়গপুর বিধানসভার ২০২১ সালে বিজেপির টিকিটে জয়ী বিধায়ক এবং খড়গপুরের কাউন্সিলর। তাই রাজনৈতিক অভিজ্ঞতাই প্রায় দুজনের সমান। তবে এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেব হিরণের থেকে বেশি দিন রাজনীতিতে আসলেও, হিরণ কম দিনে পরিপক্ক রাজনীতিবিদ হয়ে উঠেছে।
/anm-bengali/media/media_files/kbu4HWIWu7gJGiW8NVMr.jpeg)
তবে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে দুই তারকার রাজনৈতিক লড়ায়ে শেষ হাসি কে হাসেন সেদিকেই তাকিয়ে ঘাটালের মানুষ। সংসদে এবার কে যাবেন ঘাটালের 'মাস্টারপ্ল্যান' নিয়ে মানুষের কথা বলতে দেব না হিরণ ?
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us