New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তুরস্কের ৩৭টি প্রদেশে ১৮৯ জনকে আটক করা হয়েছে।
গত ১ অক্টোবর আঙ্কারার সরকারি ভবনের কাছে কুর্দি জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us