ফ্রিজের ভেতরে বোটকা গন্ধ? ট্রাই করুন এই দুই টিপস!

ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে আজই এই দু'টি উপায় মেনে চলুন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Dbnj

নিজস্ব সংবাদদাতা: সারাদিন অফিসের খাটুনি, তারপর আবার বাড়ি ফিরে রান্না! শুনেই ক্লান্তি চলে আসে শরীরে। তাই অনেকেই রান্না করে সেটা ফ্রিজে রেখে যান। দিনশেষে ফিরে এসে, সেই খাবারই গরম করে খান। প্রায় সকলের রান্নাঘরে ফ্রিজ থাকার দৌলতে দৈনিক রুটিনে রান্না-বান্নার ঝক্কি বেশ খানিকটা কমেছে। কিন্তু, মাঝে মাঝেই ফ্রিজ খুললে বোটকা গন্ধ পাওয়া যায়। এই গন্ধ দূর হবে, মাত্র এই দু'টি উপায়ে। 

এক-টুকরো পাতিলেবু ফ্রিজের মধ্যে রেখে দিলে, ফ্রিজের বোটকা গন্ধ দূর হয়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড সকল বোটকা গন্ধ এক নিমেষেই দূর করে। 

lemonnn.jpg

পান করার পাশাপাশি, ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফিকেও কাজে লাগাতে পারেন। একটি বাটিতে এক টেবিল-চামচ কফির গুঁড়ো ফ্রিজের মধ্যে রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ তাড়াতাড়ি দূর হবে। 

coffee1

Vhj