ছুরিকাঘাতের চেষ্টা, ফিলিস্তিনিকে গুলি করল সেনারা

পশ্চিম তীরে ফের হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফ জানিয়েছে, পশ্চিম তীরের হুসান গ্রামের কাছে ছুরিকাঘাতের চেষ্টাকারী এক ফিলিস্তিনিকে গুলি করে সেনারা।

cityaddnew

আইডিএফ জানিয়েছে, সৈন্যরা গ্রামের কাছে একটি মহাসড়কে টহল দেওয়ার সময় ফিলিস্তিনি হামলাকারী তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করে। কোনও জওয়ান আহত হননি।

aad

সন্দেহভাজনের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

aad