আজই বিজয় মিছিল তৃণমূলের

বুধবার সিপিএম প্রার্থীরা মননোয়ন জমা না দেওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখলে পেয়েছে তৃণমূল।

author-image
Pallabi Sanyal
New Update
TMC

দাসপুরে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা : বামেদের (CPIM) গড় হিসেবে পরিচিত দাসপুরে (DASPUR) সমবায় নির্বাচনে (election) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর বৃহস্পতিবার বিজয় মিছিল করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। মিছিলে হাঁটবেন জয়ী প্রার্থীরা। প্রসঙ্গত, বুধবার সিপিএম প্রার্থীরা মননোয়ন জমা না দেওয়ায় পশ্চিম মেদিনীপুর (WEST MEDINIPUR) জেলার সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি (cooperativesociety) দখলে পেয়েছে তৃণমূল। এদিকে বামেদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার মতো পরিবেশ রাখা হয়নি। তারা শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে।  এই সমবায় সমিতিতে রয়েছে মোট ৫০ টি আসন। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সবকটি আসনেই মনোনয়ন জমা দেওয়া হলেও সিপিএম ১৫ টি আসনের মনোনয়ন পত্র তুলেও তা জমা করেনি এবং বিজেপির (BJP) তরফে কোনও মনোনয়ন তোলাই হয়নি বলে জানা গিয়েছে।