New Update
/anm-bengali/media/media_files/2025/08/03/d5ba42ca-da18-45a2-9d2c-2beee90505b6-2025-08-03-10-21-29.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভাষা নিয়ে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা কোনও ভাবেই মেনে নেবে না তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কঠিনতম আন্দোলনে যেতেও পিছপা হবে না।
/anm-bengali/media/post_attachments/517b8ac4-a43.png)
চন্দ্রকোণা-১ ব্লকের শ্রীনগর রথতলায় ভাষা আন্দোলন নিয়ে একটি বৃহত্তর কর্মীসভায় জানিয়ে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলে সভাপতি অজিত মাইতি।
/anm-bengali/media/post_attachments/ed18e6d0-c4e.png)
এদিনের সভায় অজিতবাবু ছাড়াও চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, তৃণমূলের জেলা চেয়ারম্যান রাধাকান্ত মাইতি সহ ওই ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, দলীয় কর্মী, সমর্থক এবং নেতারা উপস্থিত ছিলেন।
/anm-bengali/media/post_attachments/3d4e4e30-82f.png)
আগামী ৫ আগস্ট ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার প্রস্তুতিও নেয়া হয় এই সভা থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us