কঠিনতম আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

কঠিনতম আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের।

author-image
Aniket
New Update
d5ba42ca-da18-45a2-9d2c-2beee90505b6

নিজস্ব সংবাদদাতা: ভাষা নিয়ে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা কোনও ভাবেই মেনে নেবে না  তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কঠিনতম আন্দোলনে যেতেও পিছপা হবে না।

চন্দ্রকোণা-১ ব্লকের শ্রীনগর রথতলায় ভাষা আন্দোলন নিয়ে একটি বৃহত্তর কর্মীসভায় জানিয়ে দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলে সভাপতি অজিত মাইতি। 

এদিনের সভায় অজিতবাবু ছাড়াও চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, তৃণমূলের জেলা চেয়ারম্যান রাধাকান্ত মাইতি সহ ওই ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, দলীয় কর্মী, সমর্থক এবং নেতারা  উপস্থিত ছিলেন।

আগামী ৫ আগস্ট ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার প্রস্তুতিও নেয়া হয় এই সভা থেকে।