/anm-bengali/media/media_files/DqeNAntxbiuQgM1ThQCG.jpg)
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ তমলুক লোকসভার তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ মেচেদায় এক রেল প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি সংবাদ মাধ্যমে জানান সামনেই কলকাতায় নরেন্দ্র মোদী আসছেন সেখানে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তবে তিনি এও জানান, এখনো পর্যন্ত তিনি আমন্ত্রণ পাননি। তবে দেখা হতে পারে অনুষ্ঠান মঞ্চে কিংবা অন্য কোন স্থানে। রাজ্যের বিরোধী দলনতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি তৃণমূল থেকে জিতে ছিলেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও দিব্যেন্দু অধিকারী সরাসরি বিজেপিতে যোগদান করেননি। দীর্ঘদিন ধরেই জল্পনা হচ্ছিল দিব্যেন্দু অধিকারী কবে বিজেপিতে কবে যোগদান করবেন।
আজ মেচেদার অনুষ্ঠানে কিছুটা ইঙ্গিত পূর্ণ কথা বললেও সরাসরি সংবাদ মাধ্যমে মত প্রকাশ করেননি বিজেপিতে যোগদানের বিষয়। তবে সামনেই লোকসভা নির্বাচন, আজকের দিব্যেন্দু অধিকারী এই ইঙ্গিত পূর্ণ মন্তব্যে কিছুটা পালে হাওয়া পেলো বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us