/anm-bengali/media/media_files/fsI1OSs4XibxWlWWljoy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃদেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। আজ রাতের বেলা ফের একবার জুনিয়র ডাক্তাররা একজোট হবেন। তারা আজ মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে সমবেত হবেন।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল রাতে জুনিয়র ডাক্তাররা তরুণীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে সারা শহরের লাইট অফ করে মোমবাতি জ্বালায়। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই ধিক্কার জানিয়েছেন।
গতকাল রাতে প্রতিবাদীরা রাস্তায় শাসক দল তৃণমূলের পতাকা পুড়িয়েছে। এই নিয়ে আজ সকাল থেকেই নানা বিতর্কের সশুরু হয়েছে। এই নিয়ে এক ' এক্স ' বার্তায় সরব হয়েছেন যুব নেত্রী সায়নী ঘোষ। তিনি এক ভিডিও পোস্ট করে লিখেছেন, '' গত রাতে জিরো পার্টির কমরেডদের একটানা নির্বাচনী পরাজয়ের জন্য বেরিয়ে আসতে দেখা গেছে। আপনি আমাদের পতাকা পুড়িয়ে ফেলুন এবং বাংলার মানুষ আগামী আরও ৩৪ বছর আপনার নির্বাচনী আকাঙ্ক্ষাকে কবর দেবে। নগ্ন সুবিধাবাদী, আইন-শৃঙ্খলা বিঘ্নিত করছে বিচার না চেয়ে দৃষ্টি আকর্ষণ ! ''
/anm-bengali/media/post_attachments/03812648-1a1.png)
Last night Comrades of Zero Party were seen venting out for consecutive electoral defeat. You burn our flag & people of Bengal will bury your electoral aspirations for another 34 years to come. Barefaced Opportunists, disrupting law & order to seek attention and not justice! pic.twitter.com/vU7HE8s6Ki
— Saayoni Ghosh (@sayani06) September 5, 2024
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আরজি করের ঘটনায় এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে আছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার সাথেই সিবিআইয়ের হেফাজতে আছেন আরও তিনজন। আরজি কর কাণ্ডের দৌলতে এবার সামনে এসেছে হাসপাতালের মধ্যে ঘটে চলা নানা দুর্নীতির তথ্য। বেআইনি ওষুধ বিক্রি থেকে শুরু করে মর্গে শবদেহের বেআইনি লেনদেনসহ একাধিক আর্থিক দুর্নীতির তথ্য।
এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, রাজ্য বিধানসভায় কয়েকদিন আগেই পেশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল। এই বিলকে স্বাগত জানিয়েছে রাজ্যের সব রাজনৈতিক দলগুলিই। এবার অপেক্ষা শুধুই যে, কবে আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার কবে দোষীদের প্রকৃত শাস্তি হয় তা দেখার।
বলা বাহুল্য যে, এই ঘটনা সারা দেশ তো বটেই বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মনেও ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/06/saayoni-ghosh-tmc.jpg)
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)