ব্রেকিং: চলল গুলি, হত ৪, ভয়ঙ্কর ঘটনা

মহারাষ্ট্রের পালঘরের কাছে চলন্ত ট্রেনে আচমকাই চলল গুলি। সেই গুলির লড়াইয়ে ১ এএসআই ও ৩ যাত্রী প্রাণ হারান বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shoot out

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা:মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে চলল গুলি, নিহত ৪। সাতসকালে এমন হাড়হিম করা ঘটনাই প্রকাশ্যে এল। চলন্ত ট্রেনে গুলির জেরে আতঙ্ক ছড়িয়েছে।

যা জানা যাচ্ছে, মহারাষ্ট্রের পালঘরের কাছে চলন্ত ট্রেনে আচমকাই গুলি চলে। সেই গুলির লড়াইয়ে ১ এএসআই ও ৩ যাত্রী প্রাণ হারান বলে জানা যাচ্ছে। ট্রেনে থাকা আরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ ও পুলিশ।