শিশু মৃত্যুতে ফিরল হুঁশ, বদলালো নিয়ম

মৌখিক ভাবে সমস্ত ট্রাফিক গার্ড গুলো কে নির্দেশ পাঠিয়েছে লালবাজার। এতদিন যে নিয়ম মেনে চলা হয়েছে তাতেই কিছু বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

New Update
traffic (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই পথ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৭ বছরের শিশু। বাবার চোখের সামনেই মালবোঝাই ট্রাক পিষে গিয়েছে তাঁকে। ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেহালা। পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। আর এবার এতো কিছুর পর হুঁশ ফিরল পুলিশের।

যা জানা যাচ্ছে, মৌখিক ভাবে সমস্ত ট্রাফিক গার্ড গুলো কে নির্দেশ দিল লালবাজার। এতদিনকার নিয়মে আনা হল কিছু বদল। নির্দেশিকায় বলা হয়েছে,

সকাল ৮ টার পরিবর্তে ৬ থেকেই লাগু হবে নো এন্ট্রি। অর্থাৎ সকাল ৬টার পর কোনও ট্রাক, লরি চলাচল করবে না শহরের রাস্তায়।

প্রত্যেকটি স্কুলের বাইরে পুলিশ মোতায়েন রাখতে হবে সেটা সরকারি হোক বা বেসরকারি। সেখানে পুলিশ মোতায়েন তো থাকবেই; একই সাথে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার কাউকে স্কুলের বাইরে থাকতে হবে।

সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে থাকবে পুলিশ।

পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে তাঁর দেহ বেশিক্ষণ রাস্তায় বা ঘটনাস্থলে ফেলে রাখা যাবে না। তা তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে হবে। যাতে কোনও রকম কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেই জন্যেই দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।