/anm-bengali/media/media_files/9fzClie155DX7y0njuVP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ সপ্তাহের প্রথম দিন। স্বাভাবিক ভাবেই ফের দৌড়-ঝাঁপের জীবন শুরু। অফিস টাইমে ব্যস্ত তিলোত্তমা। আর এমন সময় এজেসি বোস ফ্লাইওভারে স্তব্ধ হল যান চলাচল।
কলকাতা ট্রাফিক পুলিশ তাঁদের অফিসিয়াল সাইটে জানিয়েছে, এজেসি বোস ফ্লাইওভারে জোড়া গাড়ি বিভ্রাটে অফিস টাইমে সম্পূর্ণ বেহাল সেখানকার যান চলাচল। তার প্রভাব পড়েছে ব্রিজের নীচেও। যা জানা যাচ্ছে, একটি গাড়ি ক্যামাক স্ট্রীটের কাছে ফ্লাইওভারের ওপর খারাপ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং-এ। পড়ে সেই গাড়ি পুলিশ সরিয়ে নিয়ে যায়।
Traffic update:-
— Kolkata Traffic Police (@KPTrafficDept) October 9, 2023
Breakdown of a vehicle on AJC Bose Flyover near Camac Street has obstructed the traffic partially towards Park Circus 7 Point crossing.#Kolkatatrafficupdate
অন্যদিকে, তার আগে এই ফ্লাইওভারেই এক্সাইড মোড়ের ওপরে আরও একটি খারাপ হয়ে যায়। সেই গাড়িটিকেও পুলিশ ধীরে ধীরে এক্সাইডে নামিয়ে আনে। ফলে জোড়া ঘটনায় অফিস টাইমে সম্পূর্ণ স্তব্ধ দক্ষিণ কলকাতার যান চলাচল। তাই বাড়ির থেকে বের হন হাতে সময় নিয়ে। কেননা নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময়ই কাটাতে হবে রাস্তায়।
Traffic update:-https://t.co/Jbzc6LyJOP#Kolkatatrafficupdatepic.twitter.com/eTQmxZr1xG
— Kolkata Traffic Police (@KPTrafficDept) October 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us