বিরাট ঝড়… ধ্বংস সব, সাবধান! মৃত ২৭, কান্না

হারিকেনে বিধ্বস্ত আকাপুলকো।

New Update
ক,নবভ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর সমুদ্র সৈকতের শহর আকাপুলকো থেকে পর্যটকদের সরিয়ে নিতে বিমান সংস্থাগুলো শুক্রবার থেকে পর্যটকদের সরিয়ে নিতে শুরু করেছে। কারণ ক্যাটাগরি ৫-এর হারিকেনের আঘাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটিতে প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল সাংবাদিকদের বলেন, "আকাপুলকো বিমানবন্দরইতোমধ্যে এয়ারলিফটের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো চিকিৎসক দের নিয়ে আসবে এবং পর্যটক ও স্থানীয়দের নিয়ে যাবে।

ঘণ্টায় ১৬৫ মাইল (২৭০ কিলোমিটার) বেগে ঝড় ওটিস শহরে আঘাত হানার পর বেঁচে থাকার স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বিনামূল্যে ফ্লাইট ধরতে আকাপুলকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের ভবন এবং স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে, ভেঙে গেছে।

hire