New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও ঘরবাড়ি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। কমিউনের মেয়র জিন বালেক মুগাবো বলেন, 'নিহতরা সবাই ইবান্দার বুকাভু কমিউনে নিহত হয়েছেন।'
তিনি আরও জানান, বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us