কাল জামাইষষ্ঠী! জেনে নিন রীতিনীতি

আগামিকাল বৃহস্পতিবার জামাইষষ্ঠী । তাই তারআগেই জেনে নিন নিয়ম কানুন ।

author-image
Srijita
24 May 2023
কাল জামাইষষ্ঠী! জেনে নিন  রীতিনীতি

নিজস্ব সংবাদদাতাঃ  জামাইষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা।  এরপর মঙ্গল কামনায় তেল-হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করেন। মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা। সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল। পরে দুপুরে জামাইয়ের জন্য নানা পদ সাজিয়ে দেওয়া হয়। যা নিজের হাতে রান্না করেন শাশুড়ি মা। জামাইকে দেওয়া হয় নতুন বস্ত্র, উপহার।