প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসে আবার কি ধরা পড়ল, এল রিপোর্ট

রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুস ফাইব্রোসিস-এ আক্রান্ত। যা মূলত, সিওপিডি অথবা পোস্ট কোভিডের প্রভাব হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

New Update
ezgif.com-gif-maker (60) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রবিবার রাত থেকেই শোনা যাচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখেই সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। সেই মোতাবেক আজ অর্থাৎ সোমবার সকালে হয় সিটি স্ক্যান। আর এবার হাতে এসেছে রিপোর্ট।

রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, বুদ্ধবাবুর ফুসফুস ফাইব্রোসিস-এ আক্রান্ত। যা মূলত, সিওপিডি অথবা পোস্ট কোভিডের প্রভাব হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই মুহুর্তে সংক্রমণ আর বৃদ্ধি পাচ্ছে না, তাই এখানে একটি আশার আলো দেখতে পাচ্ছেন চিকিৎসকেরা। মোটের ওপরে সঙ্কটজনক হলেও স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।