Panchayat Election 2023: ১১টি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল

সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৫টিতে ও ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে, মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতে বিনা যুদ্ধে জয়ী তৃণমূল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tmc .jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের জয়ের বাদ্যি বাজল ঘাসফুলের শিবিরে। এবার সবুজ আবিরে রাঙা হল সন্দেশখালি। উত্তর ২৪ পরগণার সন্দেশখালি ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতেই বিনা যুদ্ধে জয়ী হয়েছে তৃণমূল।

এর মধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৫টিতে ও ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে, মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতও ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। এরকম ভাবেই বেশ কিছু এলাকাতেই দেখা যাচ্ছে ভোটের আগেই বিনা যুদ্ধে জয়ী হচ্ছে তৃণমূল। অবশ্য এক্ষেত্রে বিরোধীদের দাবি, তৃণমূল জোর পূর্বক এই জয় দখল করে নিচ্ছে। ভয় খাইয়ে, চমকিয়ে এই কাজ করছে তারা। তবে এই দাবি মানতে নারাজ ঘাসফুল। তাদের কথায় মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে তাদের। তাই এই জয়।