TMC : কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, পদত্যাগ তৃণমূলের ২ নেতার

পঞ্চায়েত ভোটের (Election) আগে ক্রমে জোরদার হচ্ছে কুড়মিদের (Kurmi) আন্দোলন (Protest)। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) এক বিধায়কের বিরুদ্ধে।

author-image
Pritam Santra
New Update
TMC FLAG

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Election) আগে ক্রমে জোরদার হচ্ছে কুড়মিদের (Kurmi) আন্দোলন (Protest)। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) এক বিধায়কের বিরুদ্ধে। এরপরেই তৃণমূল শিবিরে অস্বস্তিকর খবর। জানা গিয়েছে, জঙ্গলমহলে পদত্যাগ করেছেন দুই তৃণমূল নেতা। তৃণমূল যুব সভাপতি অমল মাহাতো ও বুথ সভাপতির সুব্রত মাহাতো পদত্যাগ করেছেন বলে খবর। অমল মাহাতো বলেছেন, “আমাদের আন্দোলন চলছিল। সেই আন্দোলন সফল হলে তবেই আমরা ভোটে দাঁড়াতে পারব। সরকার কথা শুনছে না।"