ব্রেকিং: তেড়ে গেল TMC! ভয়ে পিছিয়ে গেলেন BJP বিধায়ক

এবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে। ভয় পেয়ে গিয়ে রীতিমতো গাড়ি নিয়ে পিছিয়ে গেলেন তিনি। কিন্তু কেন এই বিক্ষোভ? ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: শীতলকুচিতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ১০০ দিনের টাকা চেয়ে। গাড়ি পিছিয়ে নিতে বাধ্য হন বিজেপি বিধায়ক। সেই সময়ে তাঁর দিকে রীতিমতো তেড়ে যায় বিক্ষোভকারীরা। একেবারে আঙ্গুল তুলে শাসিয়েছেন তাঁরা। তৃণমূল দাবি করছে এতে দলের যোগ নেই। বস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপি বিধায়ক। এরপর বিধায়ক দাবি করলেন যে যদি হিসাব দিয়ে দেওয়া হয় তাহলে বিজেপি অবশ্যই বকেয়া টাকা দিয়ে দেবে।

hire