New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: শীতলকুচিতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ১০০ দিনের টাকা চেয়ে। গাড়ি পিছিয়ে নিতে বাধ্য হন বিজেপি বিধায়ক। সেই সময়ে তাঁর দিকে রীতিমতো তেড়ে যায় বিক্ষোভকারীরা। একেবারে আঙ্গুল তুলে শাসিয়েছেন তাঁরা। তৃণমূল দাবি করছে এতে দলের যোগ নেই। বস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপি বিধায়ক। এরপর বিধায়ক দাবি করলেন যে যদি হিসাব দিয়ে দেওয়া হয় তাহলে বিজেপি অবশ্যই বকেয়া টাকা দিয়ে দেবে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us