New Update
/anm-bengali/media/media_files/k4Bl6N6oztWXjRiQtSml.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিরল কৃতিত্ব অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মন কি বাতের (Mann Ki Baat) ১০০ তম পর্ব সম্পন্ন করেছেন তিনি। দেশের বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। বলিউডের তারকারাও মন কি বাতের ১০০ তম পর্বের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তৃণমূল (TMC) যুব নেত্রী সায়নি ঘোষ এই বিশেষ দিনে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সামাজিক মাধ্যমে জানালেন, কাজের কথা কিছু নেই।
Mann Ki baat 100
— Saayoni Ghosh (@sayani06) April 30, 2023
Kaam Ki baat 0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us