/anm-bengali/media/media_files/6sotd5Yn6E4BSYdgdIiq.jpg)
ফাইল ছবি
নিউজ ডেস্ক, ডেবরা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত জেলায় জেলায়। কোথাও আক্রান্ত বিরোধীরা তো কোথাও আক্রান্ত তৃণমূলের কর্মীরা। এমনই ঘটনার সাক্ষী থাকল ডেবরা। মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ধুলিস্যাৎ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। যা নিয়ে সরগরম হয়ে ওঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের রঘুনাথপুর এলাকা।
শুক্রবার ভোর রাতে হঠাৎ করেই রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লেগে যায়। সেই সময় কেউই সেখানে উপস্থিত ছিলেন না। ফলে মুহুর্তে গোটা দলীয় কার্যালয় ভস্মীভূত হয়ে যায়।
যা জানা যাচ্ছে, এদিন হঠাৎই স্থানীয় মানুষজন দেখতে পান দাউদাউ করে জ্বলছে পার্টি অফিস। আগুন নেভাতে ছুটে আসেন তারা। খবর দেওয়া হয় দমকলকেও। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পার্টি অফিসের ভেতরে থাকা দলীয় পতাকা, টিভি, পাখা সহ অন্যান্য সরঞ্জাম।
/anm-bengali/media/media_files/FFm0CQYvjpGhv4yibp1O.jpeg)
আর এই ঘটনায় পুরোপুরি অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ‘ডেবরায় বিজেপি ভালো ফল করতে না পারায় রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে’ বলে অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ, ‘নিজেদের গোষ্ঠী কোন্দলের জন্যে এই ঘটনা ঘটেছে। এতে আমাদের কোনো কর্মী জড়িত নেই’।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। অপরদিকে ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা পঞ্চায়েত সমিতির জয়ী তৃণমূল প্রার্থী তথা ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রদীপ কর। তিনি দলীয় কর্মীদের শান্তি ভাবে থাকার নির্দেশ দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us