ভোটের আগে বিরোধীরা ষড়যন্ত্র করছে, দাবি তৃণমূলের

আজ তৃণমূলের পক্ষ থেকে ১০ জন প্রতিনিধির একটি দল দিল্লি যাচ্ছে। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
dola sen

নিজস্ব সংবাদদাতা: ভারতের নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের বৈঠকে, তৃণমূলের বিদায়ী সাংসদ দোলা সেন বলেছেন, "গত সপ্তাহে আমরা নির্বাচন কমিশনের কাছে দু'বার গিয়েছিলাম। আমরা দাবি করেছি যে একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত, এবং সবাইকে সমান অধিকার দেওয়া উচিত।

DOLAA.jpg

 বিষয়টি নির্বাচন কমিশনের কাছে উত্থাপিত হয়েছিল এবং আমরা বলেছিলাম, যেহেতু নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে, তাই এই সময়ে সমস্ত দলকে সমান অধিকার দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলি ব্যবহার করছে তা ঠিক নয়। ইতিমধ্যেই দুই বিরোধী মুখ্যমন্ত্রী কারাগারের আড়ালে, এবং এখানেও ষড়যন্ত্র চলছে। এখানে আমাদের দুই কর্মীকে NIA গ্রেপ্তার করেছে। আজ ১০ জন প্রতিনিধির একটি দল দিল্লি যাচ্ছে।"

GFHGJHKL;

Add 1