/anm-bengali/media/member_avatars/3YvX4WkzZJCyuZXpyuXw.jpg )
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/d6azKQe3bqDfz0Bd2Ijy.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে জুলাই। ধর্মতলা সেজে উঠেছে জোড়াফুলের পতাকায়। আজ এই সভা শুরু হবে বেলা ১২টায়। তার আগেই ধর্মতলার সভাস্থলে পৌঁছে গেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের পরে শারীরিক অসুস্থতার কারণে ছোট্ট একটা বিরতি নেন তিনি। আবার বিরতি শেষে শহীদ স্মরণের অনুষ্ঠানে ফিরে এলেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসেই শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করে তর্পণ সারেন অভিষেক।