New Update
/anm-bengali/media/media_files/ping2.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পশ্চিম মেদিনীপুর পিংলা ব্লকের ১ নং কুশুমদা গ্রাম পঞ্চায়েতের সুরছড়া এলাকায়, ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্ট্যোপাধ্যায়ের সমর্থনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
/anm-bengali/media/media_files/JuxZ7pXkHq9MtvPMAkjm.jpg)
সেই পথসভায় বিজেপি নেতাদের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে ওই অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা ব্লক নেতা রামপ্রসাদ রুদ্র, মাইনরিটি সেলের নেতা সেখ সুলতান সহ বেশ কয়েকটি পরিবার।
/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় বিজেপি নেতা কাশীনাথ বোস, গোবিন্দ দাস সহ অন্যান্যরা।
/anm-bengali/media/post_attachments/3abcd6c5dc3095d50984ef2ad862660088cea223eb333ac60d575ed902a8432e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us