Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/cycle1.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: আগামী ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর সেই জন্যই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব পন্থা অবলম্বন করে প্রচার শুরু করেছে।
/anm-bengali/media/media_files/cycle2.jpg)
শুক্রবার সারাদিন ডেবরা ব্লকের প্রত্যেকটি এলাকায় সাইকেল র্যালি করে দেবের সমর্থনে বাড়ি-বাড়ি ঘুরে প্রচার করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ও ব্লকের সহ-সভাপতি প্রদীপ কর।
/anm-bengali/media/media_files/cycle3.png)
অপরদিকে, বালিচক এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সাইকেল র্যালি করেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর।
তিনি বলেন, "ব্লকের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটি এলাকায় এই সাইকেল র্যালি চলছে।"
/anm-bengali/media/post_attachments/0d0471e0b0b98079a849a5045e61805c6192831a7aa295de8724764b46d2821e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us