নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, "অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল।
এবং তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।"
kunal ghos
মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য, সাসপেন্ড তৃণমূল নেতা!
তৃণমূলের তরফে নেওয়া হলো বড়ো পদক্ষেপ।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, "অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল।
এবং তাঁকে চিহ্নিত করে তৃণমূল এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।"
kunal ghos