বাজেটে বাংলার বঞ্চনা, বিস্ফোরক কুণাল!

কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "কেন্দ্রীয় বাজেট নয়। এটা কুর্সি রাখতে অন্ধ্র ও বিহারকে তোষণের বাজেট। 
বাংলাকে আবার বঞ্চনা। 

kunal ghoshw3.jpg

অথচ বাংলার কিছু কাজকে নকল করার চেষ্টা।
দেশের মূল সমস্যাগুলির সমাধানের দিশা নেই।

kunal ghoshw1.jpg


শব্দ আর সংখ্যার জাগলারিতে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।
কেন্দ্রের আর্থিক ও রাজনৈতিক দেউলিয়ার প্রতিফলন।"

Adddd