পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার প্রশিক্ষন দিচ্ছেন ওসি সাদ্দাম হোসেন
BREAKING: মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে উড়ে যাবে বিমানবন্দর ! পহেলগাঁও হামলার মাঝেই হুমকি মেল এল এই বিমানবন্দরে
এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF জওয়ান
BREAKING: শীঘ্রই পাকিস্তান ভেঙে পড়বে ! যুদ্ধের আবহেই এবার বড় ঘোষণা করলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে
পাকিস্তানের সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়াকেও নিষিদ্ধ করল ভারত
ঘোষণার দু'বছর পরও চালু হল না 'সমুদ্রসাথী' প্রকল্প
BREAKING: সন্ত্রাস দমনে ভারতের পাশেই আমেরিকা ! ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল
BRICS বৈঠকে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কমছে
BREAKING: কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে চায় সন্ত্রাসীরা ! ফের একবার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তরুণ চুঘ

বন্যা-হাতি, বাঘের উৎপাত-ভয়ে কাঁপছে উত্তরবঙ্গের মানুষ! মমতাকে কী লিখলেন গৌতম?

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Mamata Banerjee

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলোতেই। ফলে ভাঙনও শুরু হয়েছে। শিলিগুড়ির অদূরে চমক ডাঙ্গী গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। গ্রামে ঢোকার মূল রাস্তা গত কয়েকদিন আগেই তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে সেই ভাঙন এখন গ্রাস করতে চলেছে গোটা গ্রামটিকে ৷ গ্রামবাসীদের অভিযোগ,সেচ দফতরকে ভাঙন শুরু হওয়ার আগেই বিষয়টি জানিয়ে এসেছেন তারা। সেচ দফতরের থেকে পরিদর্শনও করে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু সময় মত কাজ শুরু না করায় ভাঙনের মুখে পড়তে হল বাসিন্দাদের। ফলে ঘড় ছাড়া হতে হয় তাদের।

জানা যাচ্ছে, পুজোর মুখে বড় বিপর্যয় উত্তরবঙ্গে। ঘর ছাড়া প্রায় আশিটি পরিবার। এবার সেই চমকডাঙি এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

এই ঘটনার বিষয়ে  মেয়র গৌতম দেব বলেন, “সেচ দফতর পরিস্থিতি সামাল দিতে পারছে না। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিচ্ছি। এলাকা ঘুরে দেখেছি। ভয়াবহ পরিস্থিতি।” তিনি আরও বলেন, “সেচ দফতর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আটকাতে পারছে না। পুরো জায়গা নদীর করাল গ্রাসে চলে গিয়েছে। একাধিক প্রশাসনিক আধিকারিক ছিলেন আমাদের সঙ্গে। পুজোর মধ্যে মানুষ খুব বিপদে রয়েছে। ত্রাণ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তার মধ্যে আবার হাতি উৎপাত করেছে। চিতা বাঘও রয়েছে। দু’য়ে মিলে জায়গাটা খুবই বিপদ সঙ্কুল।”