New Update
/anm-bengali/media/media_files/ujujOTNbNbbfZXhqP0qS.jpg)
ফাইল ছবি
নিউজ ডেস্ক, কেশিয়াড়ি: প্রথমে সাসপেন্ড ও পরে গ্রেফতার! সাসপেন্ড হওয়ার পরই তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিআইডি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ডিসেম্বর মাসে একটি খুনের মামলা দায়ের হয় ফটিক পাহাড়ির বিরুদ্ধে। তারপর থেকেই পুলিশ তদন্ত চালাতে শুরু করে। জানা গিয়েছে, তৃণমূলের দাপুটে নেতা ছিলেন ফটিক পাহাড়ি। তিনি ২০২৩ সালে সমিতির জয়ী সদস্যও ছিলেন।
/anm-bengali/media/media_files/i7vl3WLL1tgWgCGUkkJg.jpeg)
কিন্তু তারপরই তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ জানতে পেরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। আর এরপরই গ্রেফতার হলেন সিআইডির হাতে। তবে আরো জানা গেছে আরো বেশ কয়েকজনের নাম রয়েছে ওই খুনের মামলায়। তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us