জয়ের পর ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে উচ্ছ্বাস?

সাঁকরাইল ব্লকের দুটি জেলা পরিষদে জয় পেয়েছে তৃণমূল। সাঁকরাইলের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের ২ টি পঞ্চায়েত সমিতি এবং ১০ টি গ্রাম পঞ্চায়েতে জয়ের ধ্বজা উড়িয়েছে ঘাসফুল শিবির। এই এলাকায় বিরোধীরা দাঁত ফোটাতে পারেননি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-07-14 at 08.34.44

ফাইল ছবি

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরেই কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। আর তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। আজ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায় রীতিমতো সবুজ আবির উড়িয়ে, মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে চলে জয়ের উদযাপন।

 WhatsApp Image 2023-07-14 at 08.34.45.jpg

সাঁকরাইল ব্লকের দুটি জেলা পরিষদে জয় পেয়েছে তৃণমূল। সাঁকরাইলের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের ২ টি পঞ্চায়েত সমিতি এবং ১০ টি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে ঘাসফুল শিবির। বিপুল এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরের কর্মীরা। জেলা জুড়ে শুরু হয়েছে বিজয় মিছিল উদযাপন। আজও তা অব্যাহত। জেলা জুড়ে তৃণমূলের এই বিপুল জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে ঝাড়গ্রামের দিকে দিকে। সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী কমলকান্ত রাউৎ সবুজ আবির মাখিয়ে মিছিল করেন এদিন। পথচারীদের মিষ্টিমুখও করানো হয়।