স্বামী করেছিলেন অভিযোগ, স্ত্রী রাখলেন অনুব্রত-র মান!

লিপিকা মণ্ডল জয় পেয়েই বলেছেন, 'দলটা অনুব্রত তৈরি করেছিলেন। তাঁর প্রতি ভালোবাসা তো থাকবেই। সেই ভালোবাসা থেকেই এসেছে এই জয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lipika new

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেষ্টহীন বীরভূমের বাবুইজোড় পঞ্চায়েতে তৃণমূলের প্রতীকে লড়ে জিতেছেন লিপিকা মণ্ডল। এবার লিপিকা মণ্ডল কে? তা জানতে গেলে ফিরে যেতে হবে কিছু মাস আগে। কেননা এই লিপিকা মণ্ডল-এর সাথে কোনও না কোনও ভাবে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল।

আপনাদের শিবঠাকুর মণ্ডলকে মনে আছে কি? যিনি কিনা অনুব্রতর নামে এফআইআর করেছিলেন? হ্যাঁ সেই ব্যক্তির জন্যেই কেষ্ট গড়ে কেষ্টকেই রাত কাটাতে হয়েছিল গারদের পিছনে। সেই শিবঠাকুর মণ্ডলেরই স্ত্রী হলেন লিপিকা মণ্ডল।

মানুষ তাঁর ওপর ভরসা রেখেছে, তাই এই জয় পেয়েছেন তিনি, এমনটায় মনে করছেন লিপিকা দেবী। তাঁর কথায়, ‘দলটা অনুব্রত তৈরি করেছিলেন। তাঁর প্রতি ভালোবাসা তো থাকবেই। আমি, আমার স্বামীকে বলেছিলাম, দল বিরোধী কাজ করো না। উনি শোনেননি’।

তবে মানুষ তা বুঝেছে, তাই তো লিপিকা দেবীর মুখে রয়েছে জয়ের হাসি।