Panchayet Election 2023: প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি কোচবিহারের জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার। এমনকি রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তালিকা থেকে।

New Update
tmc birbhum

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। সেই প্রার্থী তালিকা নিয়েই ফের বাঁধল গোল। প্রার্থী তালিকায় ঠাঁই হল না জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মনের। তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ারও। এমনকি রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে। আর এই নিয়ে ফের উত্তপ্ত কোচবিহারের ভোট পরিবেশ।

যা জানা যাচ্ছে, জেলা পরিষদের ৩৪ জন প্রার্থীর মধ্যেই ২৫ জনই এবার নতুন মুখ। অর্থাৎ নতুনদের ওপরই ভরসা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা, কোচবিহার থেকেই ‘তৃণমূলের নবজোয়ারের’ যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মনে করা হচ্ছে সেই নবজোয়ারে নবগতদের ওপরই ভরসা রাখছেন তিনি।